ওসমানীনগরে আল হাসানাহ’র উদ্যোগে রাতের আধারে খাদ্য সামগ্রী বিতরণ
একুশে জার্নাল
এপ্রিল ২৪ ২০২০, ০০:২৮

আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত আল আল হাসানাহ রক্তদান সোসাইটি’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা মুহাম্মাদ সাইম উদ্দিন সাহেবের একান্ত প্রচেষ্টা ও দেশ-বিদেশে অবস্থানরত তাহার আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের আর্থিক সহযোগিতায় উপজেলার দয়ামীর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পবিত্র রমজান উপলক্ষে প্রায় ৮০ টি অসহায় দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে, রাতের আধারে তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছিয়ে দিয়েছে।
ইসলাম ধর্মে রোজার গুরুত্ব অনেক। সারা বছরের বিশেষ দিনগুলোতে রোজা নফল হলেও রমজানের রোজা প্রত্যেক নর-নারীর ওপর ফরজ। তাই এর জন্য প্রস্তুতিও ব্যাপক, বছরের একটি মাস রোজা থাকায় রমজানের রোজার ফজিলত অনেক বেশি। এবারের রমজান গ্রীষ্মের খরতাপে পড়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় চলবে ইফতার পার্টি। এমনও দেখা যায় অনেক দামি ইফতার বেঁচে যায়; কিন্তু খাওয়ার কেউ নেই। অনেক গরিব মানুষ কোনো রকম খেয়ে না খেয়ে রোজা পালন করে। সে ক্ষেত্রে বেঁচে যাওয়া খাবার দেওয়া যেতে পারে অসহায় মানুষদের। কিছু খাবার গরিব মানুষকে দেওয়ার ব্যবস্থা করে বন্টন করেছে আল হাসানাহ রক্তদান সোসাইটি। জীবনের জন্য জীবন, মানুষের জন্য মানুষ আর দুর্বলের মাথায় সবলের স্নেহের হাত আমাদের সুন্দর এ পৃথিবীকে করে তুলতে পারে আরও সুন্দর ও প্রাণবন্ত। সমাজের চিত্র পাল্টে হতে পারে সুসম্পর্কীয় একটি স্বর্গীয় ভালোবাসার পৃথিবী। সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য সচ্ছল প্রত্যেক মানুষ সাহায্যের হাত প্রসারিত করে মানবতার সেবা করবে বলে আশা করি।
রমজানের তোহফা প্যাকে যা ছিলো- চাল, পিয়াজ,আলু,সোয়াবিন,চানা, মটর ডাল,খেজুর ইত্যাদি।
তাছাড়া বিকাশের মাধ্যমে সিলেটের বিভিন্ন এলাকায় অসহায় আলেম পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বিতরণের কার্যক্রমে ছিলেন সোসাইটির নিবেদিত দায়িত্বশীলবৃন্দ যথাক্রমে- কারী মাওঃ যাকারিয়া যাকি, মুফতি হাফিজ Anamul Haque Fuzayel, হাফিজ মাও ইমাদ বিন রফিক্ব, Kazi Samad, Saifur Rahman Bulbul,হাফিজ Sayem Ahmed,কাজী মাওলানা নাসিম উদ্দিন, কাজী মুজিবুর রহমান সাঈদ।কাজী ওয়াসিম উদ্দিন প্রমুখ।
আল্লাহ যেন সকলের দান-সদকা এবং মেহনত কে কবুল করেন।