ওসমানীনগরে অন্জু’র পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৫ ২০২০, ০৩:৪৬

একুশে জার্নাল ডেস্ক: ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভ্রাম্মনশাসন গ্রামের কৃতি সন্তান তাজপুর কলেজের প্রথম নির্বাচিত ভিপি মরহুম সিদ্দিকি আহমদের ছোট বোন, হ্যাকনি বাংলাদেশী কালচারাল এসোসিয়েশন ফাউন্ডার এবং ম্যানেজিং ডাইরেক্টর ,পলাশি এসোসিয়েশনের ফাউন্ডার এবং ম্যানেজিং ডাইরেক্টর ,ধানসিড়ি অর্গানাইজেশনের প্রেসিডেনট, উইভারস কমিউনিটি ট্রাষ্টের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্যের প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইউকে মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাবা, আন্জুমান আরা অন্জু’র
পরিবার ও কিছু ফান্ড রাইজিং এর মাধ্যমে-করোনা পরিস্হিতি ও পবিত্র রমজান উপলক্ষে অসহায়-হত দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরনের ২য় দিনে,১০০ টি পরিবারের মধ্যে,চাউল-৫ কেজি,পিয়াজ ১ কেজি,আলু-১ কেজি,ছানা-১ কেজি,তৈল-১ লিটার, করে বিতরন করা হয়। এসময় বিতরণ কাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর মখলিছুর রহমান কামরান,এডঃ জাহিদ সারওয়ার সবুজ,কবিরুল ইসলাম কবির,সৈয়দ সাইফুর রহমান,শাহ আলী হাসান রাজ,মতছির আলী পীর,মাহবুবুর রহমান সিকদার,সানোয়ার আলী,হোসাইন আহমদ,
মিলন,আকন্দ প্রমুখ।

উল্লেখ্য- আঞ্জুমান আরা অঞ্জু’র পরিবারের পক্ষ থেকে ত্রান সামগ্রি বিতরনের ধারাবাহিকতায়- আজ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা’র মধুকোনি ও বকিরপাড়া গ্রামের ১০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরন করা হয়। তাহার পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। তিনি হত দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান