ওসমানীনগরের দয়ামিরে সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই চলছে ব্যবসা-বাণিজ্য
একুশে জার্নাল ডটকম
মে ১৯ ২০২০, ১৫:৫৫
কে এম রায়হান:: সারা পৃথিবী জুড়েই চলছে করোনা ভাইরাসের সংক্রমণের তীব্র আতংক। বিশ্বে বিরাজ করছে দুঃচিন্তা। কিন্তু ওসমানীনগরের দয়ামিরে চলছে আনন্দের লিলা-লিকেতন।
ঈদকে পুঁজি করে ব্যবসায়ীরা সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ব্যবসার জন্য গড়ছে গণজমায়েত।
গত ১০ মে কিছু শর্ত দিয়ে দোকান খোলার নির্দেশ দিলেও ব্যবসায়ীরা তার উল্টো দিকে চলছে।জনসাধারণ করোনার যে কি ভয়াবহতা তা যেন অনুভবই করতে পারছে না। উপজেলা প্রশাসনের নির্দেশে সচেতনতার কাজ করা হলেও জনগণ সেসবে পাত্তাই দিচ্ছে না।
এই পরিস্থিতিতে সচেতন মহল ভীষণ উদ্বিগ্ন। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তারা।