ওসমানীনগরের ঝুকিপূর্ণ ভোট সেন্টার গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১০ ২০২০, ১৮:০৫
আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে সাদিপুর ইউনিয়নের কয়েকটি ঝুকিপূর্ণ ভোট সেন্টারের মধ্যে অন্যতম হলো গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাদিপুর ইউনিয়নের দুটি গ্রাম গজিয়া ইব্রাহিমপুর নিয়ে ৬ নং ওয়ার্ডে পুরুষ মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ২৫১৮ জন। গজিয়া গ্রামে ১২৭৪ ও ইব্রাহিমপুর ১২৭৩ জন, বুথের সংখ্যা ৬ টি।
১৯৪৪ সালে তাজপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাহেদ আহমদ মুছা’র দাদা মরহুম মোঃ ইন্তাজ উল্লাহ (স্বরপঞ্চ) বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কবির উদ্দিন আহমদ এর বাড়ি,যিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন নির্বাচনে তিনি বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রাথী হাজী আব্দুর রব এর সাথে ফেল করেন। এর আগেও কবির উদ্দিন আহমদ হাজী আব্দুর রব এর সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ফেল করেন।
ওয়ার্ডে রয়েছে সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বখতিয়ার হোসেন মেম্বারের বাড়ি যিনি পরপর চারবার নির্বচিত মেম্বার, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব আল মামুন এর নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য বখতিয়ার হোসেন মেম্বার তাঁর দলীর প্রার্থীর জন্য কাজ করতেছেন।
এছাড়াও ওয়ার্ডে রয়েছে জাতীয় পার্টি নেতা সতন্ত্র প্রার্থী আবদুল আজিজ এর শশুর বাড়ি, তাঁহার নির্বাচনি মার্কা আনারস।
অপরদিকে সতন্ত্র প্রার্থী তানিম হাসপাতালের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্যে বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাষ্ট ও সমিতির সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া’র সমর্থক পঙ্গু আহমদ মালিক এর বাড়ি। গত ১৫ জুলাই ২০১৬ ইং শুক্রবার দিনদুপুরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কবির উদ্দিন আহমদ এর ছেলে,ভাগিনা,ভাতিজা ও ভাই মিলে বন্দুক দিয়ে গুলি করে, এনিয়ে একটি মামলা রয়েছে এদের কাছ থেকে অস্ত্র বন্দুক গুলি কোনটাই উদ্ধার করতে পারেননি আইন শৃঙ্খলা বাহিনী।
সবমিলিয়ে সাদিপুর ইউনিয়নের একটি ঝুকিপূর্ণ ভোট সেন্টার।
এদিকে গ্রামের তরুণ যুবক মুরব্বিদের সাথে কথা বলে জানা যায় অতীতে এই ভোট সেন্টারে তেমন বড়ধরনের দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হয়নি এবারও না হবার সম্ভাবনা কম , ভোট সেন্টার দখল করে, ভোট চুরি করে জয়লাভ করে আশাকরি সেন্টারের বদনাম গ্রামের বদনাম কোন দল প্রার্থী করবে না।
তবুও এই ভোট সেন্টারে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিকস মিডিয়া,অনলাইন মিডিয়া ও মানবাধিকার কর্মি উপস্থিত থাকা জরুরী যাতে কোন ধরনের দুর্ঘটনা কোন অসৎ ব্যক্তি না ঘটাতে পারে।
উল্লেখ্য যে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রব হার্টঅ্যাটাক কারনে মৃত্যু হওয়ায় আগামী ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে