ওমানে আরো ১জন প্রবাসীর মৃত্যু
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৩ ২০১৮, ০৮:০১
ইবনে সালেহ, ওমান থেকেঃ গতকাল (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের সময় সালতানাত ওমানের মাস্কাটস্থ রুই বদরুস্সামা হসপিটালে ইউনুস নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
জানা যায়, মৃত ইউনুস চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন ভূজপুর থানার উত্তর শৈলকোপা গ্রামের মৃত বজল আহম্মদ পুত্র।
দেশে সফর শেষে ওমান ফিরে আসার কিছুদিন পর হঠাৎ বুকে ব্যথা উঠলে থাকে বদরুস্সামা নামে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। এক সাপ্তাহ নাগাদ চিকিৎসা শেষে গত ১২ তারিখ মৃত্যু বরণ করেন।