ওবায়দুল কাদেরের সাথে খালেদা জিয়ার জামিন নিয়ে কথা বললেন এমপি হারুন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০২ ২০১৯, ১৬:৫৪

খালেদা জিয়ার জামিন নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

আজ বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে সেতুমন্ত্রীর সঙ্গে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন হারুনুর রশীদ। এসময় তিনি খালেদা জিয়ার জামিনের বিষয়ে কথা বলেছেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই এমপি।

খালেদা জিয়ার জামিন নিয়ে বিদেশে চিকিৎসা করাতে পাঠানোর মাধ্যমে তাকে কি  বিএনপির রাজনীতি থেকে মাইনাস করতে চাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটি ঠিক নয়। তার ৭৬ বছর বয়স। তিনি নানা রোগে আক্রান্ত। তার জরুরি চিকিৎসা প্রয়োজন। সে কারণে আমরা বলেছি তাকে জামিন দেন এবং তার চিকিৎসা করাবো। এর মধ্যে কোনও রাজনীতি নেই।’

একুশে জার্নাল/ইএম