ওবায়দুল কাদেরকে ‘জামাত ঘেঁষা’ বললো মুক্তিযুদ্ধ মঞ্চ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২১ ২০১৯, ১৯:০১

কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করে গড়ে উঠা মুক্তিযুদ্ধ মঞ্চ নামক একটি সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘জামাত’ ঘেঁষা উল্লেখ করে তাঁর পুনরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ‘হতাশা’ প্রকাশ করেছে।

শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ মঞ্চের ফেসবুক পেইজে একটি পোস্ট করে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের মুখপাত্র আকম জামাল উদ্দিন।

মঞ্চের মুখপাত্র জামাল উদ্দিন বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ কি, জামায়াতের সন্তানরাও আওয়ামী লীগ করতে পারবে। ওবায়দুল কাদেরের এই কথার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমরা আশা করি নাই যে, এ জাতীয় একজন লোক যে জামায়াত শিবিরের পক্ষে কথা বলে , তিনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
)