ঐতিহ্যবাহী মেখল মাদরাসার বার্ষিক মাহফিল ৮ ই ডিসেম্বর
একুশে জার্নাল
ডিসেম্বর ০৫ ২০১৮, ০৫:৫১
হাবীব আনওয়ার
চট্টগ্রামের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আলজামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল মাদরাসর বার্ষিক সভা আগামী ৮ই ডিসেম্বর (শনিবার)অনুষ্ঠিত হবে।
ফজর নামাযের পরে শুরু হয়ে মাহফিল চলবে রাত ৮টা পর্যন্ত।
উক্ত সভায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমাদ শফি দা.বা., হাটহাজারী মাদরাসার সহ-পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী, মুফতী নূর আহমাদসহ দেশের প্রখ্যাত আলেম, লেখক-গবেষক ও ইসলামী স্কলারগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মাদরাসার সিনিয়র
শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
এদিকে আসন্ন মাহফিল উপলক্ষে ছাত্র-শিক্ষক ও এলাকায় বিরাজ করছে খুশির আমেজ! আগত অতিথিদের বরণ করতে প্রস্তুত করা হচ্ছে পুরো ক্যাম্পাস। মাদরাসার তরুণ লেখকদের উদ্যোগে
প্রকাশিত হচ্ছে চারটি দেয়ালিকা।
উল্লেখ্য:১৯৩১ ইং সালে পূর্ব পাকিস্তানের
(বর্তমান বাংলাদেশ) প্রধান মুফতী, মুফতী
ফয়জুল্লাহ রহ. মেখল মাদরাসার ভিত্তিস্থাপন করেন।
বার্তমান আল্লামা নোমান ফয়জী দা.বা. পরিচালনায় ২১ দক্ষ্য উস্তাদের মাধ্যমে নূরানী বিভাগ থেকে হেদায়া পর্যন্ত পাঠদান করা হয়।বর্তমান ছাত্র সংখ্যা প্রায় ২০০০।