ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার তিনদিনব্যাপী মহাসম্মেলনের প্রথম দিন সমাপ্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৪ ২০১৯, ১৭:০৯

ইকরামুল মারজান চৌধুরী

শতবছরের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার ১০৬ তম তিনদিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের ১ম দিন দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল্লাহ মা’রুফী দা.বা. এর দোয়ার মাধ্যমে শেষ হয়।

প্রথম দিনের সম্মেলনে দাওরায়ে হাদীস (মাস্টার্স) এর ছাত্রদের ও হিফজ বিভাগের ফারেগীন ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়। এবং এদারায়ে তালীমিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত ইসলামী মহাসম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বয়ান করেন দেওবন্দের আল্লামা ক্বারী আব্দুর রউফ দা.বা., জুনায়েদ আল হাবিবী, মেরাজুল হক কাসেমী ও মুফতি ওবায়দুল্লাহ মাদানী।