ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যানি চৌধুরী দূর্বৃত্তদের হামলায় আহত
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৪ ২০১৮, ০৮:৩৬
মাহমুদুল্লাহ মুহিব :লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। হামলায় এ্যনি চৌধুরীসহ যুবদল, ছাত্রদল ও গনসংযোগে অংশ নেয়া বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর প্রায় ১১টার সময়লক্ষ্মীপুর সদরউপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী গনসংযোগকালে এ হামলা চালানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ্যনি চৌধুরীসহ হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, আহতদের চিকিৎসা চলছে। এ্যানি চৌধুরীর হাতে চোট পাওয়ায় কয়েকটি পরীক্ষার জন্য পরামর্শ দেয়া হয়েছে।