ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষ
একুশে জার্নাল
নভেম্বর ১৫ ২০১৮, ০৯:৫২

একুশে জার্নাল ডেস্ক: ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট আগামী নির্বাচনে লড়তে যাচ্ছে। ড. কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবি নিয়ে গঠিত বিএনপিসহ পাঁচ দলের এই জোটের পক্ষ থেকে আজ এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে আজ বৈঠকে বসেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। ওই বৈঠক থেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের মান্না বলেন, ‘ঐক্যফ্রন্ট জোটের নির্বাচনী প্রতীক “ধানের শীষ”। এই প্রতীকে আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, জাসদ (জেএসডি), নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগ।