এ বছরের হজ্জ বাতিল করল ইন্দোনেশিয়া
একুশে জার্নাল
জুন ০৬ ২০২০, ২১:৪৫
মোঃ উজ্জ্বল, নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস বিস্তার নিয়ে উদ্বেগ থেকে ইন্দোনেশিয়া এ বছরের হজ্জ বাতিল করে দিয়েছে।
ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী আজ এক টেলিভিশন ভাষণে বলেছেন, সরকার ২০২০ এর হজ্জ বাতিল করে দেবার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের জন্য এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা জানি বহু মানুষ এই সিদ্ধান্তে মর্মাহত হবেন।
ইন্দোনেশিয়া থেকে লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর পবিত্র হজ্জ পালন করতে মক্কা ও মদিনায় যান।
সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজ্জ এবং ওমরাহ স্থগিত থাকবে। কিন্তু এই স্থগিতাদেশ যদি প্রত্যাহারও করা হয়, ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে এবছরের হজ্জে প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পাবেন না।
উল্লেখ্য, হজ্জের জন্য যে কোটা পদ্ধতি আছে তাতে অপেক্ষার সময়কাল বিশ বছর। এই কোটায় এবছর ইন্দোনেশিয়া থেকে দুই লাখের বেশি মানুষ হজ্জ করতে যেতে পারতেন। ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে নিশ্চিন্তভাবে আক্রান্তের সংখ্যা ১৬০০০ এর বেশি।