“এশাআতে দ্বীনের জন্য জাতীয় লেখক পরিষদে সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত”
একুশে জার্নাল
সেপ্টেম্বর ৩০ ২০১৯, ১৯:০২

- “এশাআতে দ্বীনের জন্য জাতীয় লেখক পরিষদে সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত”
- -জাতীয় লেখক পরিষদ এর কিশোরগঞ্জ জেলা শাখার প্রস্তুতিমূলক সভায় বক্তারা
জেলা পর্যায়ে প্রস্তুতিসভা বাস্তবায়নের ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলায় জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভা আজ বিকাল ৫ টায় জামিয়া আরাবিয়া নূরুল উলুম, কুলিয়ারচর, কিশোরগঞ্জ-এ মুফতি নাসিরুদ্দীন রাহমানী এর সভাপতিত্বে ও মুফতি মুজিবুর রহমান তাশফিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষা সচিব মুফতি জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার প্রবীণ ও তরুণ লেখকবৃন্দ।
সভায় বক্তারা বলেন- বর্তমান সময়ে বাতিলের মোকাবেলা করা ও দ্বীনের প্রচার-প্রসারের জন্য লেখালেখির ভূমিকা বলাই বাহুল্য। আর এক্ষেত্রে সারাদেশের তরুণ লেখকদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে জাতীয় লেখক পরিষদ। পরিষদের উদ্যোগে যে কার্যক্রম হাতে নেয়া হয়েছে, তা প্রশংসনীয়। এশাআতে দ্বীনের জন্য এই প্লাটফর্মে সকলের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।
সভায় মুফতি নাসিরুদ্দীন রাহমানীকে আহ্বায়ক ও মুফতি মুজিবুর রহমান তাশফিনকে সদস্য সচিব করে ১১ সদস্যের জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সম্মানিত উপদেষ্টা হিসাবে মুফতি আব্দুল কাইযূম খাঁন, মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী, মুফতি জয়নাল আবেদিন ও মাওলানা জহিরুল ইসলামের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।