এলাকার উন্নয়ন স্বপ্ন নয় বাস্তব হবে; প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৬ ২০২০, ২০:৩৩

মো:রেজওয়ান উল্লাহ,কলারোয়া প্রতিনিধিঃ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ১৬ (মার্চ) সোমবার ১১.৩০ টার দিকে সাতক্ষীরা থেকে কলারোয়া হয়ে যশোর ফেরার পথে কলরব খাদ্য বাজারে যাত্রাবিরতি করেন সে সময় তার সাথে উপস্থিত ছিলেন স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য। খোরদো বাজারে পৌঁছালে কলারোয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। খোরদো বাজারে পৌঁছালে কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর অনুরোধে খোরদো বাজার পায়েরে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে খোরদো বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে কলোর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন কি সব পত্রিমনি বাজার থেকে কলারোয়া কাশিডাঙ্গা বাজারের সংযোগস্থলে কপোতাক্ষ নদের ওপর ব্রিজ স্থাপন খুবই জরুরী, এছাড়া ক্ষুদ্র ব্রিজের ওপারে মনিরামপুরের চাকলা অংশে রাস্তা প্রশস্ত হচ্ছে, ব্রিজের ওপারে ক্ষুদ্র বাজার থেকে কলোরব পর্যন্ত রাস্তা প্রশস্ত করণ জনগণের প্রাণের দাবি। এতে করে শুধু কলারোয়া উপজেলা নয় বরং দুই উপজেলা বরং যশোর ও সাতক্ষীরা দুই জেলার যাতায়াত ব্যবস্থা আরোও উন্নত হবে বলে আশা করেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য তার বক্তব্যে বলেন বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে সর্বোচ্চ সতর্কতার সাথে মুজিব বর্ষ পালনের আহ্বান জানান। প্রতিমন্ত্রী আরও বলেন আতঙ্ক নয় গুজব নয় বরং সচেতনতা আর পরিচ্ছন্নতার মাধ্যমিক করোনাভাইরাস প্রতিরোধ করতে হবে।

দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন “এলাকার উন্নয়ন স্বপ্ন নয়, বাস্তবায়ন হবে” আশাকরি আগামী অর্থবছরে বিরিজ ও রাস্তার কাজের প্রক্রিয়া শুরু করা যাবে বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাধারণ মানুষের পাশাপাশি কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলীমুর রহমান, জেলা পরিষদ সদস্য জিএম মতিয়ার রহমান, দেয়াড়া ইউনিয়ন এর চেয়ারম্যান মাহবুবুর রহমান, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইন্ডিয়ান আমি লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।