এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে সেন্ট্রাল লন্ডন যুবদলের ভার্চুয়াল প্রতিবাদ সভা
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০১ ২০২০, ০০:১৬

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ সন্ত্রাসীদের দ্বারা স্বামীকে আটক রেখে স্ত্রীকে গনধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেন্ট্রাল লন্ডন যুবদলের উদ্যোগে এক ভার্চ্যুয়াল প্রতিবাদ সভা সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী সামাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট লন্ডন বিএনপির সহ সভাপতি আকিফ আলী শিবলু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি দেওয়ান আব্দুল বাসিত, সুরমান খান, কবির মিয়া, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুক্তরাজ্য যুবদল নেতা সাদিক চৌধুরী, আব্দুল মুমিন চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুমন, স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল লন্ডন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিলাদ হুসেন রুবেল, অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল লন্ডন যুবদলের সিনিয়র সহ সভাপতি শিপন চৌধুরী, সহ সভাপতি রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক সুহেল আহমেদ, সহ সাধারণ সম্পাদক আলী আহমেদ, প্রচার সম্পাদক আবু জাফর চৌধুরী শুয়েব, সমাজ কল্যাণ সম্পাদক মজুমদার জনি, তথ্য ও যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন সানি, কোষাধ্যক্ষ জামিল তরফদার, লন্ডন মহানগর যুবদলের সভাপতি আব্দুল খয়ের, সেক্রেটারী খালেদ জামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরিয়া ইসলাম, যুক্তরাজ্য যুবদল নেতা দারা মিয়া, শামীম খান, সাবেক সিলেট জেলা ছাত্রদলের রাহেল আহমেদ, লন্ডন সিটি যুবদলের সভাপতি ইমরান আহমেদ, যুগ্ম সম্পাদক জিয়াউল হক, ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সভাপতি সোহেল রহমান, সেক্রেটারী আবুল কাছ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আইনুল হক প্রমুখ।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত ২৫শে সেপ্টেম্বর এম.সি. কলেজের ছাত্রবাসে ছাত্রলীগের নেতা কর্মী দ্বারা যে নারকীয় অপকর্ম চালানো হয়েছে তাতে আমরা গভীরভাবে লজ্জিত। বিগত কয়েক বছরগুলোতে একের পর এক এম সি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ দ্বারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড হলেও অবৈধ আওয়ামী সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এই সমস্ত সন্ত্রাসীরা পার পেয়ে এখন বেপরোয়া হয়ে উঠেছে।
তারা অবিলম্বে এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ সহ সারা দেশে বিভিন্ন অপকর্মে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।