এমপি মোশাররফ হোসেনের নির্দেশনায় করোনা সচেতনতায় সর্বাত্মক ভূমিকা রাখার সিদ্ধান্ত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১২ ২০২০, ১৭:৪০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ফরিদপুর – ৩ আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনায় করোনা সচেতনতায় সর্বাত্বক ভুমিকা রাখার সিন্ধান্ত নিয়েছে চিকিৎসকদের সংগঠন বিএমএ ফরিদপুর জেলা শাখা ।
(১০ এপ্রিল) শুক্রবার সন্ধায় বিএমএ ফরিদপুর শাখা কার্যালয়ে ফরিদপুর শাখার সভাপতি ডাঃ আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটোর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ মাহফুজুর রহমান বুলুর উপস্থাপনায় করোনা মোকাবেলায় ডাক্তারদের করনীয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিন্ধান্ত নেওয়া হয় যে, কোভিট-১৯ প্রাদুর্ভাবের এই দুঃসমায়ে ফরিদপুরের চিকিৎসক গন স্বতঃর্স্ফুত ভাবে সাধারন জনগনকে চিকিৎসা সেবা প্রদান করবে। জনগনের দূর্ভগের কথা চিন্তা করে সরকারী হাসপাতালের সেবার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে সকল চিকিৎসক তাদের বৈকালিক রোগীর সেবা কার্যক্রম অব্যহত রাখবে। সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কর্মস্থলে উপস্থিত নিশ্চিত করার লক্ষে অধ্যক্ষ, পরিচালক ও সিভির সার্জন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। সিভিল সার্জন ও পরিচালক অক্সিজেন ও সকল চিকিৎসা সরঞ্জামের সরবারহ নিশ্চিত করবেন বলে বিএমএ ফরিদপুর শাখা থেকে জানানো হয়।