এমপি মোকাব্বিরের গাড়িতে হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২২ ২০২০, ১৮:৫৮

একুশে জার্নাল ডেস্ক: সিলেটের বিশ্বনাথে গত ১০ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদানের পথিমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার প্রতিবাদে আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সাংসদের গাড়িতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারী সন্ত্রাসী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক প্রদানের দাবিতে উপজেলাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, করোনাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করে নিজেই করোনায় আক্রান্ত হয়েছিলেন সাংসদ মোকাব্বির খান। এমন মানুষের ওপর হামলা দুঃখজনক ও চরম নিন্দনীয়। তাছাড়া সেদিন ইউএনও’র আমন্ত্রণে ও পুলিশ প্রটোকলে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করতে গিয়েছিলেন সাংসদ মোকাব্বির খান। ইউএনও-পুলিশ সাংসদের নিরাপত্তা দিতে সেদিন সম্পূর্ণরূপে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে সাংসদের গাড়িতে ঢিল ছোড়া হয়েছিল। দ্রুত হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনসহ সরকারের সুদৃষ্টি কামনা করছি।

জেলা গণফোরামের যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক হোসাইন আহমদ রাজনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, মহানগর গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট এমদাদুল হক, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, জেলা গণফোরামের যুগ্ম-আহ্বায়ক ডা. শাহ আজাদ আলী, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, বৈরাগী বাজার রেডরোজ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোশারফ আলী ও গণফোরাম নেতা তোফায়েল আহমদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাহেদ আহমদ সিপু।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য চমক আলী, আবুল কালাম, অলংকারী ইউনিয়ন পরিষদের সদস্য সায়েকুর রহমান, বিশ্বনাথ পুরাণ বাজারের ব্যবসায়ী বিলকিছ মিয়া, সংগঠক আরব আলী, নেপুর মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।