এমজি স্পোর্টিং ক্লাবের জার্সির মোড়ক উন্মোচন করলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৮ ২০২০, ২৩:৫৪
মারজান আহমদ, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়নের অন্তর্গত ইসলামগঞ্জ বাজার এর ঐতিহ্যবাহী ক্লাব এমজি স্পোর্টিং ক্লাবের জার্সির মোড়ক উম্মোচন করলেন কুলাউড়া উপজেলার স্বনামধন্য চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কুলাউড়া শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জনাব এ কে এম শফি আহমদ সলমান।
৮/৯/২০ ইং রোজ সোমবার রাত ৮ ঘটিকার সময় কুলাউড়া উপজেলার মুনসুরগঞ্জ বাজারে হাজী মসকন্দ আলী কমিউনিটি সেন্টারে মিসবাহ উদ্দিন সুনামের সভাপতিত্বে এবং মতিউর রহমানের উপস্থাপনায় জার্সির মোড়ক উম্মোচন ও একযুগ পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব এ কে এম শফি আহমদ সলমান,
বিশেষ অতিথি ছিলেন ২ নং ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান মনির,
আরো উপস্থিত ছিলেন জনাব আহবাব হোসেন রাসেল, সদস্য সচিব জাতীয় শ্রমিক লীগ কুলাউড়া উপজেলা শাখা, নিয়াজুল তাহের সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখা,
শফিকুল ইসলাম জাহেদ সম্পাদক ৭ নং ওয়ার্ড কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি, হাজী আনফর আলী মধু ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড ২ নং ভূকশিমইল ইউপি, জনাব মূসা আহমদ সুয়েট সাধারণ সম্পাদক রেফার এসোসিয়েশন কুলাউড়া, জনাব এনায়েত আমিন বদরুল সভাপতি রেফার এসোসিয়েশন কুলাউড়া, জনাব শহীদুল ইসলাম শাহীন পরিচালক রবিরবাজার ফুটবল একাডেমি,জনাব মনসুর আহমদ সহকারি শিক্ষক গৌড়করণ নুরুল ইসলাম আলিম মাদ্রাসা, খন্দকার আফজাল হোসেন পরিচালক কুলাউড়া ফুটবল একাডেমি,জনাব রফিক মিয়া বিশিষ্ট সমাজসেবক, আব্দুল আহাদ প্রতিষ্ঠাতা সভাপতি এমজি স্পোর্টিং ক্লাব ইসলামগঞ্জ বাজার,
ও বিশিষ্ঠজনেরা এবং উক্ত ক্লাবের সদস্যগণ।
অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট তুলে দেন উক্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব মিসবাহ উদ্দিন সুনাম এবং আব্দুল আহাদ।
উক্ত অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন গৌড়করন গ্রামের কৃতি সন্তান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী প্রিন্স জাবেদ আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাধুলায় অনেক এগিয়ে গেছে, আগামীতে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার খেলাধুলা প্রিয় এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা খুব ভালোবাসেন।
তিনি আরো বলেন, আমি সব সময় তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো, যত ধরনের সাহায্যের প্রয়োজন ইনশাআল্লাহ আমি পূরণের চেষ্টা করব।