এবার মুফতী রিজওয়ান রফিকীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে
একুশে জার্নাল
অক্টোবর ১২ ২০১৯, ০০:২৬
তরুণ আলেম মুফতী রিজওয়ান রফিকীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবার।
মুফতী রিজওয়ানের ভাই মুফতী আব্দুল্লাহ সালেহীর বরাতে জানা যায়, আজ রাত ৮টায় গাজীপুরে অবস্থতি মুফতী রিজওয়ান রফিকীর প্রতিষ্ঠিত মাদরাসায়ে নুর থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৫ জন লোক একটি হাইস গাড়িতে করে তাকে তুলে নিয়ে গেছে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুফতী রিজওয়ান রফিকীকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় তখন।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে স্থানীয় গাছা থানায় যোগাযোগ করা হলে, থানার কর্মকর্তারা এই বিষয়ে অবগত নন বলে জানান। ডিবি কার্যালয়ে খোঁজ নিতে যাওয়া হলে তারা জানায় তাদের দুইটি টিম মাঠে কাজ ডিউটিতে বের হয়েছে। এখনো তারা ফিরে আসেনি। টিম দুটি ফিরে আসার আগ পর্যন্ত কিছু জানানো যাচ্ছেনা।