এবার মসজিদে মিললো ইমামের গলা কাটা লাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২২ ২০১৯, ১৮:১২

একুশে জার্নাল নিউজ:

এবার মসজিদের ভেতর থেকে উদ্ধার হলো ইমামের গলাকাটা লাশ। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মসজিদে দিদারুল ইসলাম (২৬) নামে এক ইমামের গলাকাটা লাশ পাওয়া গেছে।

নিহত ইমামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়।সে সোনার গাঁ উপজেলার মল্লিকেরপাড়া এলাকার একটি জামে মসজিদের ইমাম ছিলো।

মসজিদের এক মুসল্লি জানান, ভোরে ফজরের আজান না দেয়ায় এলাকার মুসল্লিরা মসজিদে খোঁজ করতে গিয়ে ইমামের গলাকাটা মরদেহ মসজিদের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ওই ইমামের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।