এবার পাবনায় করোনা টেস্ট নিয়ে জালিয়াতি: ক্লিনিক সিলগালা
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৬ ২০২০, ১৯:৫১

পাবনায় করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ ওঠা ক্লিনিকটি সিলগালা করেছে স্থানীয় প্রশাসন।
করোনার নমুনা সংগ্রহ ও ভুয়া পরীক্ষার অভিযোগে পাবনার ঈশ্বরদীর রূপপুর মেডিকেয়ার ক্লিনিক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ক্লিনিকটি বন্ধ ঘোষণা করা হয়। অনুমোদন না থাকলেও ক্লিনিকটি করোনার নমুনা সংগ্রহ করে আসছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়, সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার কোনো অনুমোদন ছাড়াই ক্লিনিকটির এসব কার্যক্রম চলছিলো।
এমনকি, রূপপুরে পরিত্যক্ত ইটভাটার মাঠে তাবু বসিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শতাধিক শ্রমিক ও কর্মকর্তার নমুনাও সংগ্রহ করেছে তারা। ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পাঠানোর কথা বলে প্রতিজনের কাছ থেকে ৫ থেকে ৬ হাজার টাকা নিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।
এ ঘটনায় মঙ্গলবার রাতে রূপপুর মেডিকেয়ার ক্লিনিক মালিক আব্দুল ওহাব রানাকে গ্রেপ্তার করা হয়েছে।তবে, তার সহযোগী নাটোরের বড়াইগ্রামের সুজন আহমেদ এখনো পলাতক।