এবার নামাযের ইমামতি করলেন সিসিক মেয়র আরিফ
একুশে জার্নাল ডটকম
জুন ০২ ২০১৯, ১৭:৫২
একুশে জার্নাল ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে এবার দেখা গেল ইমামের ভূমিকায়।শনিবার (১ জুন) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরায় ইফতার মাহফিল শেষে পবিত্র মাগরিবের নামাজে ইমামতি করেন তিনি।
‘এড ইকো’ নামক একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্টান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা।
এছাড়াও সাংবাদিক ইকরামুল কবির ইকু, শাহ মুজিবুর রহমান জকন, মঈন উদ্দিন মঞ্জু, মঞ্জুর আহমেদসহ সিলেটের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।