এবার দিল্লি জামে মসজিদ ভাঙার দাবি জানিয়েছে বিজেপির এমপি
একুশে জার্নাল
নভেম্বর ২৪ ২০১৮, ১৩:২৬
বাবরি মসজিদের মতো করে এবার ঐতিহাসিক দিল্লি জামে মসজিদ ভাঙার দাবি জানিয়েছে বিজেপির সংসদ সদস্য সচ্চিদানন্দ হরি সাক্ষী মহারাজ এমপি। শুক্রবার মহারাষ্ট্রে এক সভায় তিনি ওই দাবি জানান।
সাক্ষী মহারাজ বলেন, ‘আমি প্রথম রাজনীতিতে আসার পর মথুরায় বলেছিলাম, অযোধ্যা, মথুরা, কাশীর দরকার নেই, দিল্লির জামে মসজিদ ভাঙ। সিঁড়ির নিচে যদি মূর্তি না পাওয়া যায় তাহলে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিও। ওই বক্তব্যে আমি অটল রয়েছি।’
এদিকে একই দিন শিবসেনা নেতা সঞ্জয় রাউত সরকারকে উদ্দেশে বলেছেন, ‘আমরা ১৭ মিনিটের মধ্যে বাবুরি ভেঙেছি,(রাম মন্দির নির্মাণের জন্য)আইন তৈরি করতে কত সময় লাগে?’
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে উত্তর প্রদেশ পর্যন্ত বিজেপির সরকার রয়েছে। রাজ্যসভায় (সংসদের উচ্চকক্ষ) এমন অনেক এমপি আছেন যারা রাম মন্দিরের পাশে দাঁড়াবেন। যারা বিরোধিতা করবেন দেশে তাদের ঘুরে বেড়ানো মুশকিল হবে।