এবার ত্রাণের চাল চুরিতে কৃষক লীগ নেতা

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১০ ২০২০, ০৪:১৯

বিতরণের জন্য আর কোন চাল নেই। এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশালে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধন কর্মসূচী’র আওতায় ডিলার আব্দুল খালেকের দোকানে অ’ভিযান চালিয়ে গো’পনে রাখা ১৬ বস্তা চাল উ’দ্ধার করেছে ভ্রাম্যমাণ আ’দালত। ডিলার আব্দুল খালেক বইলর ইউনিয়ন শাখার কৃষক লীগের আহব্বায়ক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজে’লা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইস’লাম তুষারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করে এ চাল উ’দ্ধার করা হয়।

উপজে’লা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উপজে’লার বইলর ইউনিয়নে ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধন কর্মসূচী’র ডিলারের দোকানে স্ট’কে দুই বস্তা চাল আছে বিতরণের জন্য আর কোন চাল নেই চাল নিতে আসা হতদরিদ্রদের এমন অ’ভিযোগের প্রেক্ষিতে অ’ভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় ডিলার আব্দুল খালেকের গোডাউন থেকে চু’রি করে গো’পন রাখা ৩০ কেজি চালের ১৬টি বস্তা উ’দ্ধার করা হয়েছে। এ বিষয়ে খাদ্য বিভাগ সংশ্লিষ্ট ডিলার আবু খালেকের গোডাউন থেকে ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধন কর্মসূচী’র সার্বিক বিষয় নিয়মিত মনিটরিং করার জন্য উপজে’লা খাদ্য কর্মক’র্তা উজ্জল কুমা’র দত্ত থাকার কথা থাকলেও নিয়মিত মনিটরিং না করায় এমন ঘটনার ঘটানোর সুযোগ ডিলাররা পেয়েছে বলে স্থানীয়রা অ’ভিযোগ করেন। পাশাপাশি সরকারী নির্দেশনা অনুযায়ী কর্মক’র্তাদের নিয়মিত অফিসে থাকার কথা থাকলেও সরকারী ছুটির পর থেকে উপজে’লা খাদ্য কর্মক’র্তাকে অফিসে দেখা যায়নি। কর্মস্থলে অনুপস্থিত থাকায় অ’ভিযানেও থাকনেনি তিনি। এসময় ওসিএলএসডি (ধানীখোলা) মোখলেছুর রহমান, ত্রিশাল থা’না পু’লিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্টেট তরিকুল ইস’লাম বলেন, অ’ভিযোগের প্রেক্ষিতে অ’ভিযান চালিয়ে ১৬ বস্তা চাল আ’ট’ক করেছি। তবে ডিলার আবু খালেককে এসময় ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।