এবার চট্টগ্রামে বিমানের টয়লেটে ২২ কেজি স্বর্ণের বার পাওয়া গেল
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৯ ২০১৯, ০০:৩০
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি১২৮ ফ্লাইটের টয়লেট থেকে ২২ কেজি ৪শ’ গ্রাম ( ২০০টি ) স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম শুল্ক গোয়েন্দা বিভাগ।
সোমবার (৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টামসের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিমানের টয়লেট থেকে ২০০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
এ ঘটনায় একজন টেকনিশিয়ান ও একজন ক্লিনারকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে উদ্ধার করা ২৩ কেজি ৪০০ গ্রাম সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন।
তিনি বলেন, “বাংলাদেশে বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি সকাল ৬টা পাঁচ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রামে আসে।
ওই বিমানে স্বর্ণের চালান আসার খবর পেয়ে সকাল থেকে আমরা বিমান বন্দরে অবস্থান করি। যাত্রী ও ক্রুরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে বিমানের সামনের দিকে দুইটি টয়লেটে বিশেষ কৌশলে রাখা ১২টি প্যাকেটে ২০০টি স্বর্ণের বার পাওয়া যায়।”