এবার খৃষ্টানদের চার্চ বন্ধ করছে চীনা সরকার

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৮ ২০১৮, ১৩:২৯

একুশে জার্নাল ডেস্ক: সম্প্রতি চীনা প্রশাসন কর্তৃক মুসলিমদের মসজিদ ভাঙার বিতর্ক শেষ না হতেই এবার চীনা সরকারের নজর পরেছে খৃষ্টানদের উপাসনালয় গীর্জা বা চার্চগুলোর উপর।

ইতিমধ্যেই চারটি গীর্জা বন্ধ করে দেওয়া হয়েছে। চার্চের ওয়ালে থাকা ক্রুশ চিহ্ন, ও শ্লোগানগুলো খুলে ফেলা হয়েছে।

সম্প্রতি সেন্ট্রাল চায়নার হেনান শহরে আরেকটি চার্চ বন্ধের পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় চীনা প্রশাসন।
ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে খ্রিস্টানদের ধর্মীয় লগো ক্রুশ। খুলে ফেলা হয়েছে চার্চের ওয়ালে থাকা বিভিন্ন ধর্মীয় শ্লোগান।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পরছে চায়নায় বসবাসকারী খ্রিস্টান ধর্মের অনুসারীরা।
চীনা সরকার অনৈতিকভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করছে বলে ক্ষোভ জানিয়েছেন তারা।
সুত্র:VOA