এবার কাতারে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ উসামাহ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৯ ২০২২, ১২:১৩

কাতারের দোহায় অনুষ্ঠিত ২৭তম ‘শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের কিশোর হাফেজ উসামাহ চৌধুরী।

উসামাহ সিলেটের জকিগঞ্জ এলাকার মাওলানা শিহাব উদ্দীনের ছেলে। তবে বাবার চাকুরীর সুবাদে পরিবারের সাথে কাতারেই বসবাস করে হাফেজ উসামাহ।

আরও পড়ুন: ইরানে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা; বাংলাদেশি হাফেজ তাকরীমের বিশ্বজয়

শুক্রবার (৮ এপ্রিল) কাতারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে (সাধারণ) প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ উসামাহ এক লাখ রিয়ালের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা) চেক ও আন্তর্জাতিক সনদ লাভ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের ধর্মমন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা।