এবছরই বাদশাহ হিসেবে অভিষিক্ত হবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৯ ২০২০, ১২:৩২

মিডল ইস্ট আই’র মতে আগামী নভেম্বরে সোউদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত জি-২০ সন্মেলনের আগেই বাদশাহ হিসাবে অভিষিক্ত হতে পারেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। নিজের রাজ পরিবারে হুট করে এমন চিরুনী অভিযান চালিয়ে যাওয়ার পিছনে কারণ হিসাবে নিজের অভিষেকের রাস্তার কাটাঁ সড়ানোকে দেখছেন বলে দাবী করছে এই সংবাদ মাধ্যমটি।

বাবা সালমান বিন আব্দুল আজিজের মৃত্যু পর্যন্ত অপেক্ষা না করেই সিংহাসনে বসতে পারেন পাশ্চাত্যের এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান। যার ফলে নভেম্বরের সম্মেলনকে বাদশাহ হিসেবে অভিষিক্ত হওয়ার সুযোগ হিসেবে কাজে লাগাতে চাচ্ছেন তিনি।

সূত্র থেকে জানা গেছে, নিজের বাবাকে সিংহাসন ছাড়তে বাধ্য করতেও পারেন তিনি। ৮৪ বছর বয়সী বাদশাহ সালমান বর্তমানে সহজে কিছু মনে না রাখতে পারার রোগে ভুগলেও তার স্বাস্থ্য ভালো আছে।

যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে সিংহাসনের উত্তরসূরি ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে এই প্রক্রিয়া শুরু করেন তিনি। আর বাবাকে সিংহাসনচ্যুত করার মধ্য দিয়ে নিজের সেই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। নিজের বাবা জীবিত থাকাবস্থাতেই তিনি নিজের সিংহাসন নিশ্চিত করতে চান।