একুশে জার্নাল বর্ষসেরা সংবাদদাতা নির্বাচিত
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ২৮ ২০১৯, ১৫:৫০
নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল একুশে জার্নাল ডটকম এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জার্নালের সকল সংবাদদাতার মধ্য থেকে ‘একুশে জার্নাল ২০১৯ বর্ষসেরা সংবাদদাতা’ হিসেবে পাঁচ জন প্রতিনিধি নির্বাচিত হন।
আজ একুশে জার্নাল এর সম্পাদনা পরিষদের পক্ষ থেকে তাদের নাম ঘোষণা করা হয়।
বর্ষসেরা নির্বাচিতরা হলেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি এহসান বিন মুজাহির,হাটহাজারী থানা প্রতিনিধি হাবীব আনওয়ার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি কাজী শহিদুল্লাহ ওয়াহিদ, ঢাকা প্রতিনিধি মাহবুব হুসাইন, হবিগঞ্জ বাহুবল থানা প্রতিনিধি শাহ মুহাম্মদ দুলাল আহমেদ।