একটি মেয়ের প্রেম!

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৬ ২০১৮, ১৪:৪৮

একটি মেয়ে বোরকা পড়ে
প্রেম করে যায় অগোচরে
কত্তো ছেলে তার পিছনে
হাটে।

ঐ মেয়েটা কোন্ এক ভয়ে
পায়না তো ঠাঁই কেউ হৃদয়ে
একলা জীবন ভাবনাতে রোজ
কাটে।

ঐ মেয়েটা একলা নাতো
প্রেমের আগুন দেখলা নাতো
খোদার প্রেমে মাশগুলে সে
থাকে।

রবের সাথে প্রেম করে যায়
তাঁর নেয়ামত কুদরতও চায়
প্রেমের চিঠি খুব যতনে
রাখে।

রোজ হাশরে বিচার হলে
বলবে মেয়ে প্রেমের ছলে
খোদা তোমার প্রেম প্রণয়ী
জানো?

প্রভু তখন খুব খুশিতে
এই মেয়েটা রাত নিশিতে
মোর দোয়ারে চাইতো বেহেস্ত
খানও।

ফেরেস্তাকে বলবে ডেকে
এই মেয়েকে আগলে রেখে
শামিল করো বেহেস্তর ওই
দলও।

বলছি শুনো!ও মেয়েরা
পিছু নিবে রোজ ছেলেরা
তবু তুমি সঠিক পথে
চলো।