একটি পাথরের গল্প
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৯ ২০১৯, ২০:৫১
ফাতেমা কাউছার নিশু
তোমাদের তথাকথিত আতিশায্যের ধার ধারিনি আমি কোনদিন,
বলতেই পারো অবশ্য,আমার নেই অত আবেগের বাড়াবাড়ি
কথায় কথায় আমি হেসে লুটিয়ে পড়তে শিখিনি কখনো
কিংবা হুট করা মন খারাপে কান্নায় ভেঙে পড়া –
যা আমাকে দিয়ে হয়নি ; কক্ষনো-
তাহলে তোমরা কি নাম দিতে পারো আমার?
আমি তো তোমাদের সমাজের সামাজিকতায়
আষ্টেপিষ্টে নিজেকে বেঁধে নিতে জানিনি কখনো,
তাহলে বলতো কি বলা যায় আমাকে ;
সমাজবিরোধী, নাকি সমাজচ্যুত?
যা খুশিই বা বলতে পারো আমাকে
আমি অবশ্য অত কিছুর ধার ধারিনা কখনো-
তাই তোমাদের বলা কওয়াতেও আমার
অত কিছু যায় আসে না।
তবে আজ তোমাদের আমি একটি গল্প বলি…
আমি একদা আকাশ হতে চাইতাম।
নীলে সাদায় মাখামাখি হয়ে,আমি ভেসে বেড়াব বহুদূর
আর কখনো কখনো মন খারাপে কালো মেঘ হব
কখনো কখনো ঝঞ্চার বেগে নামাব অঝোর ধারার বৃষ্টি।
আমি একদা আকাশ হতে চাইতাম,
সাদা সাদা পেঁজা তুলো মেঘ হয়ে উড়ে বেড়াতাম বহুদূর বহুদূর
একদিন উড়তে উড়তে হয়ত ভালবেসে ফেলতাম পাহাড়কে,
তারপর, আমি আর পাহাড় মিলে গড়তাম মেঘ-পাহাড়ের সন্ধি।
তারপর… তারপর দুজনে মিলে ছুটিয়ে দিতাম ঝর্ণাধারা,
একটা মরা নদীকে জাগিয়ে তুলতাম
নদী বয়ে যেত কলকল,আর ধার ছুঁয়ে ছুঁয়ে
জেগে উঠত বনফুল কতশত।
আসলে কি জান! আমি একসময় ফুল খুব ভালবাসতাম।
লাল, নীল, হলুদ ফুলে সেজে আমি হতে চাইতাম ফুলকুমারী।
তবে কি জান,আমার না কখনো আকাশ হয়ে উঠা হয়নি,
উড়ো মেঘ হয়ে পাহাড়কে আলিঙ্গন করে উঠাও হয়নি কোনদিন,
তোমাদের নাকি একটা সমাজ আছে,আর
তোমাদের সমাজের একটা গন্ডি ও নাকি আছে।
সে সমাজের গন্ডি নাকি পেরোতেই নেই নাকি কখনো,
আকাশ হতে চাওয়া তো দূর কি বাত!
তোমাদের সমাজ নাকি শুধু নিয়ম বোঝে,
নিয়মের বেড়াজালে ফুলের গন্ধ অবশ্য বেশ বাহুল্যই মনে হয়,
আর তাই আমার কখনো ফুলকুমারীও সাজা হয়নি।
আমি অবশ্য আর ওসব অতীতে ফিরে যেতে চাইনা,
তারপর আমি চেয়েছিলাম তোমাদের সমাজের আদলে নিজেকে গড়ে নিতে,
কিন্তু দেখি ওখানেও যত নিস্পৃহা,নিরাভরণতা।
তোমাদের বেঁধে দেওয়া নিয়মগুলোও কেন জানি না ঠিক গ্রহণ করল না আমায়।
তারপর যত অনিয়মের দোলায় দুলতে দুলতে আমি যে ঠিক কোথায় গিয়ে ঠেকলাম,
আমি নিজেও বুঝে নিতে পারিনি অনেককাল।
তারপর পিছনে ফিরে দেখি চারপাশে শুধু রিক্ততা, আর হাহাকার।
আচ্ছা তোমরা কেউ কি বলতে পারো
আমার দোষটা ঠিক কোথায়?
আমিতো শুধু ভালবাসতে চেয়েছিলাম, হতে চেয়েছিলাম তোমাদের একজন।
অত তুচ্ছতায় আবদ্ধ হতে হতে আমার
সামাজিক হয়ে উঠাও আর হলো না।
হঠাৎ কখন কিভাবে যেন একরাত্রিতে আমি পাথর হয়ে গেলাম।
সত্য কি জান? পাথরে কখনো আবেগ থাকে না।
আর যা-ই হোক পাথর তো কখনো সামাজিকতা বুঝেনা।