একজন নিরলস ভলেণ্টিয়ার; সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৪ ২০২০, ১৪:২৮
প্রতিনিয়ত কোভিড-১৯ এর প্রভাব বেড়েই চলছে, তাই দেশের মনুষকে চরম স্বাস্থ্য ঝুকি থেকে বাচাতে গ্রহন করা হয়েছে সরকারী বিভিন্ন পদক্ষেপ।
রোগের বিস্তার রোধে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে,বিপাকে পরেছে দেশের খেটে খাওয়া দিনমজুর মানুষেরা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মহানুভবতায় সারাদেশে গ্রহন করা হয়ে বিভিন্ন খাদ্য কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউ এন ও)পারভেজুর রহমান জুমন একের পর এক দৃষ্টান্ত সৃষ্টি করেই চলেছেন।
বিভিন্ন শ্রেনী পেশার কর্মহীন মানুষদের খুজে খুজে রাতের আধারে খাবার পৌছে দিচ্ছেন।
তাছারা ঘরে খাবার না থাকলে তার ব্যাক্তিগত মোবাইলে একটি এস এম এস প্রেরনের এর মাধ্যমে ঘরে পৌছে দেওয়া হচ্ছে খাবার।
সোমবার(১৩ এপ্রিল) গভীর রাতে আশুলিয়ার কুরগাঁ এলাকার কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে তিনি নিরলস ভাবে সকলের দারপ্রান্তে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার পৌছে দিচ্ছেন,যাতে করে কাওকে খাদ্য কষ্ট ভোগ করতে না হয়।
এ সময় তার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আস্বাস দেওয়া হয়।