একই দিনে তিনজনসহ নারায়ণগঞ্জে করোনায় মোট মৃত্যু ৫ জনের

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৬ ২০২০, ২১:৫৩

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জাহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, নারায়ণগঞ্জে আজ ৬ এপ্রিল একই দিনে করোনা আক্রান্ত ১২ জনের মধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছে।যাদের পজিটিভ রিপোর্ট ইতোমধ্যেই আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বপ্রথম ২৯ মার্চ বন্দরের রসুলবাগে একজন নারী মৃত্যুবরণ করেন এবং ৪ এপ্রিল কাশীপুর ৮ নং ওয়ার্ড বাংলাবাজার এলাকায় অপরজন মৃত্যুবরণ করেন।

আজ ৬ এপ্রিল শহরের জামতলায় গিয়াসউদ্দিন (৬০), শীতলক্ষা এলাকায় ফারুক আহমেদ (৫০) এবং আখড়ার মোড়ে একজন মৃত্যুবরণ করেন। এই তিনজনের মৃত্যুর খবর আরো নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ২৩ জন।

অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ কে “ক্লাস্টার” (একই এলাকায় কম দূরত্বে একাধিক আক্রান্ত) এলাকা ঘোষণা করেন।
উল্লেখ্য, গতকাল সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নারায়ণগঞ্জ মহানগর সহ তিন থানায় লকডাউন ঘোষণা করা হয়েছে।