একইসাথে পাঁচ সন্তানের পিতা হলেন মাওলানা মিজানুর রহমান

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১২ ২০২০, ২২:৩২

স্টাফ করেসপন্ডেন্ট:

আল্লাহ পাকের সৃষ্টি কৌশল বুঝা বড় দায়। ইসলাম বিদ্বেষী শক্তি যতোই পরিবার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আল্লাহ তায়ালা ততোই তার সৃষ্টির ব্যাপারে অদৃশ্য শক্তির প্রকাশ ঘটাচ্ছেন এবং ঘটাবেন। মানুষ যতই মেডিসিন, আবরণ, গর্ভপাত আর পিল খাইয়ে পৃথিবীতে মানুষের আগমনকে বাধাগ্রস্ত করতে চাইবে, আল্লাহ রব্বুল আলামীন ততই একই গর্ভে পাঁচজন-দশজন করে সুস্থ সন্তান দান করবেন। তেমনই একটি বিস্ময়কর ঘটনার স্বাক্ষী হয়েছেন কুমিল্লার মাওলানা মিজানুর রহমান। আল্লাহ তাঁর ঔরসে দান করেছেন পাঁচটি সুস্থ সবল সন্তান।

কুমিল্লার লাকসামে মাওলানা মিজানুর রহমানের স্ত্রী কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়া প্রাকৃতিক ভাবে পাঁচ সন্তান প্রসব করেছেন। ওই প্রসূতির নাম শারমিন আক্তার।

বুধবার দুপুরে লাকসাম জেনারেল হসপিটালে তিনি পাঁচ সন্তান প্রসব করেন। সন্তানদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। তারা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

লাকসাম জেনারেল হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, ওইদিন সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিক ভাবে জন্ম নেয়। এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানরা সুস্থ আছেন।

সন্তানদের পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তাঁর প্রথম সন্তান জন্ম হলেও মারা যায়। বর্তমানে এ পাঁচ সন্তান জন্মলাভে তিনি আনন্দিত। তাদের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।