এই ভাষাটা | সালেহ মশহুদ
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২১ ২০১৯, ০৭:০৮

এই ভাষাটা
সালেহ মশহুদ
———————
এই ভাষাটা মায়ের ভাষা
এই ভাষাটা ভাইয়ের
এই ভাষাটা শান্ত এবং
এই ভাষাটা ঠাঁই এর।
এই ভাষাটা বায়ান্ন আর
হাজার সবুজ গাঁয়ের
এই ভাষাটা ত্যাগ করা সব
দেশ দরদি মায়ের।
এই ভাষাটা সালাম রফিক
জব্বার ও তার বাবার
এই ভাষাটা একাত্তরে
মুক্তি পথে যাবার।
এই ভাষাটা ধর্ষিতা এক
কান্নারত বোনের
এই ভাষাটা নাম না জানা
বলতে চাওয়া মনের।
এই ভাষাটা মুগ্ধ করা
জুঁই চামেলি জবার
এই ভাষাটা তোমার আমার
এই ভাষাটা সবার।