এইচ এস সি ও সমমানের পরিক্ষায় অংশগ্রহণকারীদের আজকের প্রজন্মের শুভ কামনা ও ভালোবাসা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ৩১ ২০১৯, ১৫:৫০

প্রিয় ছোট ভাইয়া ও আপুরা…… আগামী কাল থেকে ১ এপ্রিল ২০১৯ থেকে শুরু হচ্ছে তোমাদের জীবনের সাফল্যের ২য় চুড়ান্ত লড়াই, আশা করি তোমরা ভালো ফলাফল করবে, বিজয়ী হবে। তবে কিছু কথা তোমাদের জন্য…..

জাতির উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সুশিক্ষিত,সচেতন এবং কর্মবীর ব্যক্তির বিকাশ অনস্বীকার্য।মনুষত্বের বিকাশ,বিবেক জাগ্রত,সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা, দেশপ্রেমের মন্ত্র ধারণ,মহৎ চারিত্রিক গুণে উপস্থাপন এসবের পেছনে সুশিক্ষা গ্রহণের গুরুত্ব সবচেয়ে বেশি।সীমাবদ্ধ সিলেবাস কর্তৃক অধ্যয়িত জ্ঞান এবং চার দেওয়ালে আবদ্ধ থেকে অর্জিত শিক্ষা কখনো ব্যক্তি,সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারেনা।

নিজের ব্যক্তিত্ব,বিবেক,মনুষ্যত্বকে বিকাশ সাধন করতে হলে সামগ্র জ্ঞানের পথে নিজেদের চলতে হবে।সামাজিক সংগঠন,রাজনৈতিক সচেতনতা,সাহিত্যে অনুরক্ত, আত্মউন্নয়ন মূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে সৃজনশক্তি এবংনিজেদের ভেতরের লুকিয়ে থাকা মূল্যবান প্রতিভাগুলো বিকশিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।যা তোমাদের ধৈর্যশক্তি,কর্মের প্রতি মনোযোগ, সৎ সাহসিকতা,পারিবারিক দায়িত্ববোধ,দেশ ও সমাজের প্রতি আনুগত্য প্রদান সহ আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে।

ফলশ্রুতিতে এসবের অনুপ্রেরণায় নিজেকে সাফল্যরূপে উপস্থাপন করার মতো ভাগ্য তোমাদের জীবনে আসবে।এজন্যে জীবনের অগ্রভাগে নিজেকে কঠোরভাবে পরিচালনা করা আবশ্যক।

আমরা সকলের জীবন সাফল্যে ভরে ওঠুক এবং সকলের দীর্ঘ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

কামনায় স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন আজকের প্রজন্ম
মানিকছড়ি, খাগড়াছড়ি, পার্বত্যজেলা