এইচএসসি পরীক্ষা বিষয়ে পুনর্বিবেচনার দাবী জিএম কাদেরের
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১০ ২০২০, ১৯:১৫
মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
আজ শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ দাবি জানান।
জিএম কাদের বলেন, মেধাবীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। যেখানে সব কিছুই খুলে দেওয়া হয়েছে, সেখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া যেতে পারে।
তিনি বলেন, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় সবার জন্য এইচএসসি পরিক্ষার ফলাফল নির্ধাণ করা হতে পারে, কিন্তু যারা পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করতে পারে সরকার।
এ সময় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।