উৎসাহ ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৬ ২০২০, ১৯:১৫

নিজস্ব প্রতিনিধি: আপনার নেতৃত্বে আছে, সততা, স্নেহ, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, আদর্শ ও অবিচল ধৈর্য।আপনার বিনয়ী, সৃজনশীল ও সুদক্ষ নেতৃত্বে পরিবর্তন হবে এই সমাজতথা দেশ ও দেশের মানুষের জীবন ও পরিবেশ। পাল্টে যাবে তরুণ সমাজ।
আজ (১৬ ই মার্চ ২০২০) সোমবার উৎসাহ ফাউন্ডেশন-এর খাগড়াছড়ি জেলা শাখার দুই সদস্য বিশিষ্ট আহব্বায়ক ও যুগ্ন-আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়। কমিটি ঘোষণা করেন, উক্ত সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক মোফাছেল হোসেন সিফাত ।
আহ্বায়ক: আবু বক্কর সিদ্দিক,
যুগ্ন-আহ্বায়ক: সাংবাদিক কাজী শহিদুল্লাহ ওয়াহেদ।
উক্ত কমিটির দায়ীত্বশীল সংশ্লিষ্টকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্ব-স্ব দায়ীত্ব পালনে আন্তরিক হওয়ার আহব্বান জানান “উৎসাহ ফাউন্ডেশনেরর নির্বাহি পরিচালক স্বপ্নীল শাকিল ও চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক – মোফাছেল হোসেন সিফাত