উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের আত্মহত্যা
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৯ ২০২২, ১৮:৩১
রোকন সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের (৫২) আত্মহত্যা করেছেন।বুধবার সকাল ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের হিঙ্গন রায় গোরস্থান পাড়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।বর্তমানে তিনি জয়পুরহাটের পাঁচবিবি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
তার স্ত্রী স্কুল শিক্ষিকা নাদিরা বেগম সকালে চার তলা থেকে নিচে গাছে পানি দেয়। এ সময় দ্বিতীয় তলায় তার স্বামীকে সিলিং ফ্যানে রডে ঝুঁলতে দেখে চিৎকার করলে বিষয়টি জানা-জানি হয়। পরে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশটি নিচে নামান।
আবু তাহের ২০১৯ সাল পর্যন্ত কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১৯ সালে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে শহিদ বেদীতে জুতা পায়ে উঠে বিতর্কের জন্ম দেন। সেই সময় স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে তাকে মারধর করেন।পরে কলেজের কর্মচারীরা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন।
দীর্ঘদিনের আত্মসম্মান হানি ও হতাশাগ্রস্ত থেকে তিনি সকালে নিজ বাসার দ্বিতীয় তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।
তার স্ত্রী নাদিরা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষকতা করে। তিনি ভালো মানুষ। তার কলেজের কর্মচারিরা কয়েকদিন থেকে তাকে ফোন করে। তার মামলা নিয়ে তিনি মানসিক দুশ্চিন্তা করছিলেন। সকালে নামাজ পড়ে, হাঁটতে বের হলো। আমি দ্বিতীয় তলায় ফাঁকা ঘরে গিয়ে দেখি তিনি গলায় ফাঁস দিছেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন,কলেজ শিক্ষকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছে। বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।