উলিপুরে ২ জনের আত্মহত্যা; গাছ থেকে পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৩ ২০২০, ২১:০৬

রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ইসলামপুর গ্রামে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত ইসলামপুর গ্রামের মুক্তিযোদ্ধা জাবেদ মন্ডলের কন্যা নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী আঞ্জু খাতুন (১৫) শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে শয়ন ঘরের দড়জা বন্ধ দেখতে পান। পরে দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে আঞ্জু খাতুনকে ঘরের আড়ার (ধরনা) সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার মা জোলেখা বেগম ও পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা দেখে ওই এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) তাজরুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে উলিপুরে পারিবারিক কলহের জের ধরে রামকৃষ্ণ চন্দ্র (৩৯)নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, আজ শনিবার(১৩ জুন) সকালে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পূর্ব আঠারো পাইকা গ্রামে। নিহত রামকৃষ্ণ ওই গ্রামের মনোরঞ্জণ চন্দ্র বর্মনের পুত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে রামকৃষ্ণ চন্দ্রের সাথে স্ত্রী পূর্ণিমা রাণী ও বাবা মনোরঞ্জণ চন্দ্র বর্মনের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটা-কাটি হয়।এরই এক পর্যায়ে সবার অগোচরে তিনি শয়ন ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে রামকৃষ্ণর ছেলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে। খবর পেয়ে থানার এস.আই মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাহ করার অনুমতি দেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেয়া হয়েছে।

অন্যদিকে উলিপুরে আম গাছ থেকে পড়ে এক বাক-প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১২ জুন) দিগর মালতিবাড়ি রুপার খামার গ্রামে।

জানা গেছে, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দিগর মালতিবাড়ি রুপার খামার গ্রামের আব্দুল মালেক লাভলুর পুত্র বাক-প্রতিবন্ধী মাসুদ মিয়া (১৯) শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার বাড়ির আম গাছে আম পাড়ার জন্য উঠে। এ সময় হঠাৎ করেই সে গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রংপুর নিয়ে যাওয়ার পথে মাসুদ মিয়ার অবস্থা সংকটাপন্ন হলে রাত আটটার দিকে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের চাচাত ভাই রেজাউল করিম জানান, শুক্রবার বৃষ্টি হওয়ায় আম গাছ পিচ্ছিল ছিল। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে গাছে থাকা পাঁকা আম পাড়ার জন্য মাসুদ গাছে উঠে। এ সময় অসাবধনতার কারনে গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান,এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।