উলিপুরে স্বাধীনতা সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
একুশে জার্নাল
মার্চ ১৭ ২০২০, ২২:০৫
রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ১৭মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় মহারাণী স্বর্ণময়ী সরোবরের (কাচারী পুকুর) উপর ২৭-কুড়িগ্রাম,উলিপুর-৩ সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন ঝুলন্ত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারী কমিশনার (ভূূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, উলিপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, বণিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মন্ডল (দুলু), উলিপুর মাসজিদুল হুদার সভাপতি ও নির্মাণাধীন সেতুর কোষাধ্যক্ষ আলহাজ্ব দেলোয়ার হোসাইন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য স্বাধীনতা সেতুটির দৈর্ঘ্য ৩০০ফুট, প্রস্থ্য ৬ ফুট । সেতুটির নির্মান ব্যয় ধরা হয়েছে ৮৫-৯০ লক্ষ টাকা, নির্মাণ প্রক্রিয়া সম্পন্নের সময় ধরা হয়েছে ২মাস । উদ্বোধক ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, সেতুটি নিমার্ণ হলে উলিপুরের সৌন্দর্য বাড়বে এবং বিনোদন নেয়ার জন্য দুর-দুরান্ত থেকে মানুষ আসবেন।