উলিপুরে একটি ব্রিজের অভাবে ভোগান্তিতে তিন ইউনিয়নের জনগণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৯ ২০২০, ১৫:১৩

রোকন,কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার উলিপুরে প্রায় তিন যুগেও এলাকাবাসীর দাবির মুখে নির্মান হয়নি একটি ব্রিজ। এতে করে ভোগান্তিতে পড়েছে উপজেলার থেতরাই, দলদলিয়া ও গুনাইগাছ ইউনিয়নের জনগন। এলাকাবাসী কখনো বাঁশের চাটাই, কখনো কাঁঠের পাটাতন দিয়ে কোন রকমে নিজেদের যোগাযোগ ব্যবস্থা চালু রেখেছেন। তাদের অভিযোগ বিভিন্ন দপ্তরে আবেদন করেও ব্রিজ নির্মানে কোন সাড়া মেলেনি দীর্ঘদিনেও।

উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা হাজীপাড়া গ্রামের বাঁধের রাস্তাটি ১৯৮৮ সালের বন্যায় ছিড়ে যায়। এরপর থেকে দীর্ঘ ৩১ বছর ধরে এলাকাবাসী চাঁদা তুলে কখনো বাঁশের চাটাই, কখনো কাঁঠের পাটাতন দিয়ে কোন রকমে নিজেদের যোগাযোগ ব্যবস্থা চালু রেখেছেন। কিন্তু এটি যানচলাচলের জন্য উপযুক্ত নয়। ফলে শিক্ষক-শিক্ষার্থী, অসুস্থ্য রোগী থেকে শুরু করে এলাকার মানুষজন দূর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

ওই এলাকা অনেকে জানান, বাঁধের রাস্তাটি দিয়ে উপজেলার থেতরাই, দলদলিয়া ও গুনাইগাছ ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। ফলে এলাকার মানুষদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, আমরা এ ব্যাপারে উদ্দোগ নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। ব্রিজ নির্মানের ব্যবস্থা হলেও পানি উন্নয়ন বোর্ডের আপত্তির কারনে তা বাস্তবায়ন হয়নি। তারা এখানে স্লুইস গেট নির্মান করার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত এব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ গ্রহন করেননি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের জানান, ওই এলাকার বাঁধের রাস্তার ক্ষতিগ্রস্ত অংশটির বিষয়ে আমি অবগত আছি। এ ব্যাপারে উপজেলা পরিষদের মিটিং এ আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে।