উলামায়ে দেওবন্দ দ্বীনের অতন্দ্র প্রহরী; মুফতি মিজানুর রহমান সাঈদ
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ২৯ ২০১৯, ০৩:৪০

উলামায়ে দেওবন্দ ও কওমি মাদ্রাসাকে দ্বীনের অতন্দ্র প্রহরি বলে আখ্যায়িত করেছেন শায়খ
জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও আহলে সুন্নাহ ওয়াল জামাত পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতী মিযানুর রহমান সাঈদ।
গতকাল ২৮ জানুয়ারি মগবাজার রমনা থানা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক মাহফিলে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন আল্লামা আহমাদ শফি কখনোই নারী শিক্ষা বিরোধী নয়, তার বক্তব্যকে মিডিয়া ভুলভাবে উপস্থাপন করেছে তিনি বার্ধ্যক্যের কারনে সব সময় সব কথা বিস্তারিত বলতে পারেন না আল্লামা শফি নারী পুরুষ সহশিক্ষার কারনে যে সমাজে অপকর্ম ধর্ষন হচ্ছে মুলত সে দিকেই লক্ষ্য করে বলেছেন।
মুফতী মিযান তার বয়ানে ধর্মীয় শিক্ষার গুরুত্বের পাশাপাশি মেয়েদের সাধারণ শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন,তিনি বলেন ইসলামে মেয়েদের উচ্চতর শিক্ষায় কোনো বাধা নেই তবে তা অবশ্যই শরিয়াহ মোতাবেক হতে হবে।