উপজেলা প্রশাসন কর্তৃক দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কমাতে তারাকান্দা বাজার মনিটরিং

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২০ ২০২০, ২১:২২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : নীহার বকুল: করোনা ভাইরাস কে পূঁজি করে
তারাকান্দা উপজেলায় যাতে কোন প্রকার মজুদ,মূল্যবৃদ্ধি, ওজনে কম বা নকল ও ভেজাল খাদ্যদ্রব্য অথবা নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন চাল,আটা,ডাল, তেল,পেয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমান মজুদ থাকার পরও যারা কৃত্রিম সংকট তৈরী করবে তাদের ধরতে প্রকাশ্যে ও গোপনে বাজার মনিটরিং করা হবে। আতঙ্কিত না হয়ে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় ও মজুদ না করার জন্য সবাইকে অনুরোধ করেছেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারি।আজ ও গতকাল তিনি বাজার পরিদর্শন পূর্বক অসৎ ব্যবসায়ীদের জরিমানা প্রদান করেন।এ সময় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সহ রাজনৈতিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সাথে ছিলেন। এখন থেকে যে সকল ব্যবসায়ী দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ
আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌বে।

 

কোন ধরনের অসংগতি পরিলক্ষিত হলে উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা, ময়মনসিংহ কে
অবহিত করতে নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
০১৭৩৩ ৩৭ ৩৩ ৫০।
এলাকাবাসী ও ভোক্তাগণ এ পদক্ষেপে আনন্দিত।