উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা ১৮ অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২২ ২০১৯, ১৬:১৩

 

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২ জানুয়ারী) মঙ্গলবার, সকাল ১০টায় মুক্তিযোদ্ধা জহরুল হক হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির নব নির্বাচিত সংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, উপজেলায় কোন ইয়াবা ও মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের ছাড় দেয়া হবে না। এমন কি যে কোন রাজনৈতিক দলের হলেও কোন নেতার দোহাই দিয়ে রক্ষা পাবে না। সুযোগ সন্ধানীরা ক্ষমতাশীন দলের নাম বলে পার পেতে চেষ্টা করবে, প্রশাসনকে হুমকি দিবে; আমার নাম ও ব্যবহার করতে পারে এসব যারা করবে তাদের আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি নির্দেশ দেন।

তিনি আরো বলেন, সকল জনপ্রতিনিধিদের সাথে অনেকে ছবি তুলবে। যারা ছবি তুলবে তারা কি করে; তাতো জনপ্রতিনিধিরা জানে না। তাছাড়া জায়গা দখল বাজদের ও রেহায় না দিতে প্রশাসনের প্রতি পূনরায় নির্দেশ দেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান এডভোকেট উত্তম কুমার মহাজন, জেবুন নাহার মুক্তা, পৌর আলহাজ্ব ইসমাঈল হোসেন, সিরাজ-উদ-দৌলা, সহকারি কমিশনার মোঃ জানে আলম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার, ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন সহ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকবৃন্দ।