উন্নয়নের ফলে এবার দুর্গাপূজা তিনগুণ বেড়েছে -র্যাব প্রধান
একুশে জার্নাল
অক্টোবর ১৬ ২০১৮, ২১:৩৬

বাংলাদেশে সার্বিক উন্নয়নের ফলে এখন বাংলাদেশে দুর্গাপূজার সংখ্যা আগের থেকে তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
মঙ্গলবার বাগেরহাটে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আবহমান কাল থেকে এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে সব ধর্মের অনুসারীরা মিলেমিশে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এবারও হিন্দু সম্প্রদায়ের মানুষ দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করছে।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সবাই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কেউ কোনো গুজব সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করলে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।