উদালিয়া চা বাগানে সমঝোতা বৈঠক ১তারিখ থেকে কাজে যোগ দিচ্ছে চা শ্রমিকরা
একুশে জার্নাল
জুলাই ৩১ ২০১৮, ০৭:২৭
নিজস্ব প্রতিনিধি: অবশেষে ফটিকছড়ি উদালিয়া চা বাগানের মালিক শ্রমিক পক্ষ সমঝোতায় পৌঁছেছে। ফলে চালু হচ্ছে ফটিকছড়ির উদালিয়া চা বাগান। সোমবার বাগানের সাপ্তাহিক বন্ধ থাকায় মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ দিচ্ছে বাগানের শ্রমিকরা। রোববার রাতে উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু’র মধ্যস্থতায় এ সমঝোতা হয়। ৫ দিন বন্ধ থাকার পর আবার কাজে ফিরছে শ্রমিকরা। বিকাল থেকে রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত চলা বৈঠকে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়, শ্রম অধিদপ্তরের সহকারী শ্রম পরিচালক যথাক্রমে মোকসেদুল আলম ও শাব্বির ভুইয়া, উদালিয়া চা বাগানের মালিক হেফাজুতুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, বাগানের ম্যানেজার রফিকুল ইসলাম, চা শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম ভ্যালির সভাপতি নিরঞ্জন নাথ মন্ঠু, উদালিয়া বাগান পঞ্চায়েত সভাপতি আবেশ দাস, সেক্রটারী বিজয় নায়েক। দীর্ঘ বৈঠকে শ্রমিক নেতৃবৃন্দ বাগানে সৃষ্ট ঘটনার জন্য তাদের ভুল স্বীকার করে কিছু দাবী তুলে ধরেন। তারা পূনরায় কাজে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সমজোতার বিষয়টি নিশ্চিত করে বাগানের পঞ্চায়েত সভাপতি আশেষ দাশ বলেন,মালিক পক্ষ আমাদের আশ্বাস্থ করেছেন যে আমরা কোনভাবে হয়রানি বা ক্ষতিগ্রস্থ হবনা। ফলে আমরা সমঝোতায় পৌঁছেছি। সোমবার বাগানের সাপ্তাহিক বন্ধ থাকায় মঙ্গলবার থেকে আমরা কাজে যোগ দিচ্ছি। বাগানের সহকারী ব্যবস্থাপক প্রদীপ কুমার বলেন,মালিক ও শ্রমিক পক্ষ বৈটকের মাধ্যমে সমঝোতায় এসেছে। সোমবার বাগানের সাপ্তাহিক বন্ধ থাকায় মঙ্গলবার থেকে বাগান চালু হচ্ছে। সমঝোতার বিষয়টি নিশ্চিত করে বাগানের মালিক হেফাজুতুর রহমান বলেন, শ্রমিকদের যে কোন ন্যায্য দাবীর প্রতি তাঁর পূর্ণ সমর্থন থাকবে। তিনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে বাগানে একটি স্কুল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাগানে শ্রমিকদের উপর যাতে কোন ধরনের অনিয়ম বা অন্যায় আচরন না হয় সে বিষয়টা তিনি খেয়াল রাখবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, আইএলও নিয়ম অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে।