উত্তরবঙ্গে রাবেতাতুল ওয়ায়েজীনের জোন সম্মেলন ও ত্রাণ বিতরণ
একুশে জার্নাল
আগস্ট ২৬ ২০২০, ০৪:২৭
গতকাল রাত দশটায় ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে রাবেতাতুল ওয়ায়েজীনের দায়িত্বশীলরা জমায়েত হোন আলমনগর মারকাজুত তারবিয়াহতে ৷ এগারটা নাগাদ বেরিয়ে পড়ে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ার উদ্দেশ্যে ৷ রাবেতার উপদেষ্টা আল্লামা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মহাসচিব মাওলানা হাসান জামীল, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মাওলানা রাফি বিন মুনির, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী,মাওলানা ইসমাঈল হোসাইন সিরাজী, মাওলানা দেলোয়ার হোসাইন মাইজী, মাওলা মাসউদুর রহমান আইয়ূবী ছিলেন সফরসঙ্গী ৷ মধ্যপথে রাবেতার সভাপতি মাওলানা আব্দুল বাসেত খান সাহেবের বাড়িতে ছিল যাত্রাবিরতি ও বিশ্রামের আয়োজন ৷ কাফেলা যখন খান সাহেবের বাড়িতে পৌঁছে, ঘড়ির কাটায় রাত তখন তিনটা ৷ ফজর নামাজের সময় ঘনিয়ে আসায় তখন আর বিশ্রামে যাইনি ৷ ইত্যবসরে প্রস্তুত হয়ে যায় দস্তরখান ৷ বাহারী খাবারের আয়োজনে শেষ রাতের ভোজনপর্ব ছিল উৎসবমুখর ৷ খাবার খেতে খেতে ছড়িয়ে পড়ে সুবহে সাদিকের আভা ৷ নামাজ পড়েই বিছানায় গা এলিয়ে দেই ৷ সকাল আটটায় ঘুম থেকে উঠে আবার শুরু করেন যাত্রা ৷ সোজা পৌঁছে যান বগুড়ার জামিয়া রাহমানিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায় ৷ সেখানে আয়োজন ছিল রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের উত্তরবঙ্গ জোন সম্মেলনের ৷ উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ষোলটি জেলা থেকে জড়ো হন প্রতিনিধিবৃন্দ ৷ ভাবগম্ভীর পরিবেশে রাবেতার লক্ষ্য-উদ্দেশ্যের উপর আলোকপাত শেষে পনের জেলা-আহ্বায়কের নাম ঘোষণা করা হয় ৷
জেলা আহ্বায়ক নির্বাচন ছাড়াও এই সফরের অন্যতম লক্ষ্য ছিল ত্রাণকার্যক্রম পরিচালনা । বগুড়ার সারিয়াকান্দি থানার যমুনা নদীর ভাঙন কবলিত চন্দন বাসাইল ইউনিয়নের বণ্যাকবলিতদের মাঝে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী ৷ চন্দন বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন দুলালের সহযোগিতায় ত্রাণ বিতরণের সময় সফরসঙ্গীদের অনুভূতি ছিল, প্রকৃত হকদারদের হাতেই পৌঁছে দিতে পেরেছে সহযোগিতার আমানত ৷ ১টি গ্রাম বাদে ২৬গ্রামের সবগুলোই যমুনার গর্ভে বিলীন হওয়া চন্দন বাসাইল ইউনিয়ন গৃহহীন মানুষদের আবাসস্থল ৷ এখানে ত্রাণ বিতরণ শেষে পরবর্তি গন্তব্যের দিকে যাওয়ার সময় কাফেলা তিনবার নদীভাঙ্গণের শিকার স্থানীয় একটি কওমী মাদরাসা পরিদর্শন করে এবং কিছু আর্থিক সহযোগিতা প্রদান করে ৷ এরপর কাফেলা যায় সিরাজগঞ্জের কাজিপুর থানার বন্যা কবলিত ভেওয়ামারায় সিমলার মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করতে ৷ সেখানে দেড়শ পরিবারের মাঝে বিতরণ করা হয় ত্রাণসামগ্রী ৷ কেন্দ্রীয় দায়িত্বশীলদের এই ত্রাণ তৎপরতার বাইরে উত্তরবঙ্গের আরও চারটি জেলায় রাবেতার পক্ষ থেকে ত্রাণ বিতরণের উগ্যোগ গ্রহণ করা হয়েছে ৷ পাবনা, গাইবান্ধা, ঠাকুরগাঁ ও লালমনিরহাটে বন্যা কবলিত মানুষের মাঝে রাবেতার জেলা প্রতিনিধিদের মাধ্যমে বিতরণ হবে এই ত্রাণ ৷ উত্তরবঙ্গ জোনের প্রতিনিধি সম্মেলন ও ত্রাণ কার্যক্রম উত্তরবঙ্গজুড়ে আলেম ও ওয়ায়েজদের মধ্যে কর্মচাঞ্চল্য তৈরি করেছে ৷