উখিয়ায় ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৯ ২০২০, ২৩:২৪

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার: 

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া থানার ফোর্সের সহযোগীতায় এনএসআই এর একটি টিম বালুখালীর ক্যাম্প-৯ এর জি-২ ব্লকের সামনে থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃত মো আইয়ুব আলী(২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ই, বি১৮ ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে বলে নিশ্চিত করেছেন এনএসআই’র যুগ্ন-পরিচালক কক্সবাজার (দক্ষিণ)।

তিনি আরো জানান, আটক আসামী মো আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদকালে ইয়াবা পাচারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।সোমবার ৪ হাজার পিস ইয়াবা বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কারাগারে পাঠানো হবে।