উখিয়ায় যুবদলের উদ্যোগে ২৫০ পরিবারে ত্রাণ বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৬ ২০২০, ২০:৫৭

কায়সার হামিদ মানিক, কক্সবাজার: কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর পক্ষে উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে হতদরিদ্র, শ্রমজীবী ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

সোমবার সকাল ১১টার দিকে উখিয়া, কোটবাজার, মরিচ্যা বাজার ও ভালুকিয়া স্টেশনের প্রায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুবদল নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিন, উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম, শাহনেওয়াজ সিরাজী আপেল, হলদিয়া পালং ইউনিয়নের উত্তর যুবদলের আহ্বায়ক জুবায়ের, সদস্য সচিব তাজ উদ্দিন চৌধুরী, রাজাপালং ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহ আলম, রত্নাপালং ইউনিয়ন যুবদলের যুগ্নআহ্বায়ক রফিকুল আলম, যুবদল নেতা কবির,রুবেল, রাসেল উদ্দীন, আলা উদ্দীন, নুরুল ইসলাম, শফিউল আলম, ও মো:রশিদ প্রমুখ ।

উল্লেখ্য, ত্রাণ হিসেবে আড়াই শতাধিক পরিবারের মাঝে দেয়া হয় চাউল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।